সুরুপকাঠি পেয়ারা বাগান।পিরোজপুর, বরিশাল। |
সদরঘাট থেকে হুলারহাটগামী লঞ্চ এ উঠে যেতে পারেন। প্রতিদিন রাত ৬ টা থেকে ৭ টা পর্যন্ত ৩/৪ টি লঞ্চ ছেড়ে যায় হুলারহাট এর উদ্দেশ্যে। এতে চড়ে বসুন। ভাড়া নেবে : ডেক ২০০ টাকা । সবিঙ্গিলে কেবিন ৯০০ টাকা, ডাবল ১৮০০ টাকা। পরদিন সকাল ৫/৬ টায় পৌছে যাবেন ইন্দুরহাট ঘাট (নেছারাবাদ)। এখানেই নেমে পড়ুন। নেমেই নাস্তা করে একটা ট্রলার ঠিক করে ফিলুন। ভাড়া ঠিক করবেন ১৫০০ টাকা। ৬/৭ ঘণ্টা ঘুরাবে এটা বলে নিবেন। প্রথমে আটঘর বাজার, তারপর কুরিয়ানা বাজার ঘুরে, ভিম্রুলি বাজার চলে যান। (আটঘর স্কুল পাশদিয়ে একটা সরু খাল আসে ভিম্রুলি যাওয়া যায়)। ভিম্রুলি ঘুরা হলে সুরুপকাঠি ফেরত চলে আসুন, ওখানে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গুঠিয়া নেমে যান ৩০ টাকা ভাড়া। এরপর অটোতে দুর্গাসাগর দিঘী ১০ টাকা ভাড়া। এরপর বরিশাল যাবেন বাসে করে ২০ টাকা ভাড়া। বরিশাল থেকে লঞ্চ ছাড়া শুরু হয় ৮.৩০ এ। শেষ লঞ্চ ছাড়ে ৯ টায়।
ভাসমান পেয়ারা বাজার,ভিমরুলি,স্বরূপকাঠি,বরিশাল- Alaul Asif |
Shared by- Salman Rahman
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন