সিলেট শহর থেকে বিভিন্ন জায়গার দূরত্ব জেনে নিন। আপনার পিকনিক প্ল্যানিং এ মারাত্মক কাজে দিবে।
- জাফলং - ২ ঘন্টার রাস্তা
- পাংতুমাই - ৩ ঘন্টা প্রায় (রাস্তা সরু এবং খারাপ)
- বিছনাকান্দি - ২ ঘন্টা (রাস্তা খারাপ)
- শাহ পরানের মাজার - ১ ঘন্টা (সর্বোচ্চ)
- শাহ জালালের মাঝার - হোটেলের সাপেক্ষে ৫ থেকে ১০ মিনিট (রিক্সাযোগে)
- কীন ব্রিজ - হোটেলের সাপেক্ষে ৫ থেকে ১০ মিনিট (রিক্সাযোগে)
- রাতারগুল - ২ ঘন্টা
- মাধবকুন্ড - ৩ প্রায় (বড়লেখা যেতে ২ ঘন্টা লাগবে)
- শ্রীমঙ্গল - ২ ঘন্টা
- সুনামগঞ্জ -২ ঘন্টা
- মৌলভীবাজার -২ ঘন্টা
- সিলেট থেকে কুলাউড়া - ২ঘন্টা (ট্রেন হলে ১ ঘন্টা)
এছাড়া ট্রেনে করেও আপনি যেতে পারেন - কুলাউড়া, শ্রীমঙ্গল, শমসেরনগর .....
বাড়তি বোনাস
মাধবকুন্ড দেখে ফেরার সময় যে যে জায়গায় যেতে আপনার সময় লাগবে
- বড়লেখা থেকে মৌলভীবাজার - ২ ঘন্টা
- বড়লেখা থেকে কুলাউড়া - ৪৫ মিনিট
- বড়লেখা থেকে শ্রীমঙ্গল - ৩ ঘন্টা
- বড়লেখা থেকে হাকালূকি হাওর - ১ ঘন্টা
বড়লেখা থেকে কোন ট্রেন সার্ভিস নাই।
সিলেটে কোথায় উঠবেন?
সিলোট আইছোইন ভালা কথা এখন কই উঠতা? আহারে !
সিলেট:
- হোটেল সুপ্রিম, মিরাবাজার, সিলেট (পরিবার নিয়ে হলে)
- হোটেল ইষ্ট এন্ড, তালতলা, সিলেট (ছাত্র এবং কুমার ভাইদের জন্য) ফোন: ০৮২১-৭১৯২১২
থাকার মতো হাতে গোনা কিছু হোটেল আছে কিন্তু মান তেমন ভাল হবেনা। নিজের বাড়িতো তাই খরচের ব্যপারে আইডিয়া নাই।
কুলাউড়া:
থাকার মতো তেমন ভাল কিছু পাবেন না। কিছু বোডিং আছে। খরচ খুবই কম।
শ্রীমঙ্গল:
হোটেলে ভরপুর এই শহরটি। এখনো থাকার অভিঞ্জতা হয়নি।
সুনামগঞ্জ:
সাবধান এখানে ভাল কোন হোটেল তো দূরে কথা ভাল রেস্টুরেন্টই পাবেন না।
জাফলং:
- হোটেল গার্ডেন, মামার বাজার, জাফলং, সিলেট। ফোন: ০১৮১২-৩০০১২০
- হোটেল পাপরিকা, সিলেট রোড, মৌলভীবাজার। ফোন: ০৮৬১- ৬২২২০, ০১৭১১০৩৫৫৩৯
* ধারাবাহিক ভাবে এটা আরো আপডেট করা হবে এবং যোগাযোগের নাম্বার দেওয়া হবে। অপেক্ষায় থাকুন।
কোথায় খাবেন?
সিলেট আসছেন আর রেস্টুরেন্টের অভাবে না খেয়ে থাকবেন ! প্রশ্নই আসেনা। মনে রাখবেন এটা ঢাকা নয় সিলেট !
- হোটেন পানসী, জিন্দাবাজার সিলেট (খাবার শেষে পান খেয়ে যাবেন কিন্তু)
- হোটেল পাঁচভাই, জিন্দাবাজার, সিলেট
- আলপাইন, চৌহাট্টা, সিলেট
- প্রীতিরাজ, জিন্দাবাজার, সিলেট
- প্রেসিডেন্ট, উপশহর মেইন পয়েন্ট, সিলেট
- সাফরন, শিবগঞ্জ,সিলেট।
কিছু মারাত্মক পরামর্শ
- চেষ্টা করবেন মাজারের আশেপাশে কোন হোটেলে না থাকতে। আরে ওরা তো দা নিয়ে আপনাদের জন্য বসে আছে ভাই। যাবেন আর জবাই দিবে। সাবধান।
- সিলেট শহরটা খুব ছোট চেষ্টা করবেন হেটে বেড়াতে। বিশেষ করে কীন ব্রিজ কিংবা শাহ জালালের মাজারে চেষ্টা করবেন হেটে হেটে যেতে যদি আপনার সাথে মহিলা না থাকে।
- ঢাকার মতো খুব ভোরে সিলেট শহর জাগেনা তাই খুব ভোরে ঘুম থেকে উঠে লাভ নাই :(
- জাফলং, বিছনাকান্দি, লালাখাল, পাংথুমাই এইসব স্পটে যাওয়া এবং আসার পথে শাহ পরানের মাজার পড়বে। যদি দেখতে চান তবে আসার সময় দেখে আসবেন। খরচ বাচঁবে।
- লালাখালে দিনটা মাঠি করবেন না। ওখানে সবকিছু দেখতে মাত্র ঘন্টা খানেক লাগে। বালুরচর ছাড়া আর কোথাও নামার দরকার নাই। বড়জোড় ২ ঘন্টার জন্য নৌকা ভাড়া করুন।
- জাফলং থেকে ঘুরে আসার পথে লালখাল দেখতে পারবেন। খরচ বাচবে।ওখানে খাবার নিয়ে যাবার দরকার নাই। আরে ভাই আপনি প্রাকৃতিক সৌন্দয্য উপভোগ করতে যাচ্ছেন ; খেতে তো যাচ্ছেন না।
- মাধবকুন্ড গেলে দুপুরে যাবার চেষ্টা করবেন। বিকাল হলে অন্ধকার হয়ে যায়।
- হাকালুকি হাওরে বিকাল বেলা ঘুরতে মজা।
- চেষ্টা করবেন সিলেটি ভাষায় একটু একটু কথা বলতে। কিভাবে বলবেন - মুখ দিয়ে বলবেন :)
* নিজের খেয়ে আর কত পরামর্শ দেই ভাই। মনে মনে একটা ধন্যবাদ দিয়ে দিয়েন কিন্তু।
বি:দ্র: উপরে উল্লেখিত হোটেল এবং রেস্টুরেন্টে আমার থাকা এবং খাওয়ার পূর্ব অভিঞ্জতা আছে বিধায় আমি তাদের নাম প্রকাশ করছি। হয়তো আমার অগোচরে আরো অনেক ভাল হোটেল কিংবা রেস্টুরেন্ট থাকতে পারে। তাছাড়া উল্লেখিত হোটেল এবং রেস্টুরেন্টের মান সব সময় একই নাও পেতে পারেন। সুতরাং অবশ্যই এবং অবশ্যই যাচাই করবেন।
Credit- Abdullah Al Amran
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন