SHIMLA to MANALI: মানালির সৌন্দ্যযের কথা বলে বোঝানো যাবেনা।নিজ চোখে দেখে উপলদ্ধি করতে হয় শুধু
👌মানালি এতই ভালো লেগেছে যে ছিলাম ৯ দিন
😁আমরা টানা ৫ দিন snow পেয়েছি
😍যতই দেখেছি ততই মুগ্ধ হয়েছি
👌




যাই হোক শিমলা থেকে মানালি কিভাবে যাবেন তাই বলছি....
১ম এ OLD SHIMLA BUS STAND থেকে ISBT যাবেন, সময় লাগবে মাত্র ১০-১৫ মিঃ।ভাড়া ৭ রুপি
😜
ISBT থেকে সরকারী বাস পাবেন সরাসরি মানালি মল রোড পর্যন্ত।
চেস্টা করবেন মল রোড এ থাকার।অনেক Hotel আছে কম দামে। দালালরা জিজ্ঞেস করলে বলবেন হোটেল বুক করা আছে তাহলে আর বেশি বিরক্ত করবেনা।
১ম এ OLD SHIMLA BUS STAND থেকে ISBT যাবেন, সময় লাগবে মাত্র ১০-১৫ মিঃ।ভাড়া ৭ রুপি

ISBT থেকে সরকারী বাস পাবেন সরাসরি মানালি মল রোড পর্যন্ত।
চেস্টা করবেন মল রোড এ থাকার।অনেক Hotel আছে কম দামে। দালালরা জিজ্ঞেস করলে বলবেন হোটেল বুক করা আছে তাহলে আর বেশি বিরক্ত করবেনা।
![]() |
SHIMLA to MANALI |
কোথায় ঘুরবেনঃ
১ম দিন: বেশি লোড নিবেন না। পা হেটে ঘুরুন। অনেক ভালো লাগবে।
পা হেটে যা যা দেখবেন তা হল..
#Buddhist_Monestry
#Bon_Bihar_Park
#Tibbetyan_Monestry
#Club_House
#Winter_Carvanel
#Old_Shimla
চাইলে এগুল অটো করেও যেতে পারেন। মল রোড থেকে এগুলো কাছেই। কিছু কিছু লোকেশন ১-২ কিলো দূরত্ব আরকি।
পরের দিন car ভাড়া করুন। Car Hire করে যা যা দেখবেনঃ
#Solang_Velly
#Nagar_Castel
#Water_Fall
#kasui
#Mata_Ki_Tempel
#Kullu
#Art_Gallery
কুল্লুতে যাবেন যদি River Rafting করেন তাহলে আর না করলে কুল্লু যাওয়ার কোনো দরকারি নাই
😁

River Rafting শীতএ না করাই ভালো। ঠান্ডা পানিতে খালি পা লাগলে জীবন বের হয়ে যায়
👿বেটা ইচ্ছা করে ভিজিয়ে দেয়
👿মন চাচ্ছিল বেটাকে পানিতে ফেলে দেই
👿তারপরও experience হলো আরকি।শখের তোলা আশি টাকা, শখটা শিতকেও হার মানিয়েছে
😎




যাই হোক খাবার অখানে ভেজ বেশি। non veg হলো noodles,sher a panjab এসব hotel a non veg পাবেন। রাস্তার পাশে golab jamun,tuna fish fry, pan test করতে ভুলবেন না কিন্তু
😜

খরচঃ
যত কম করা যায় ততই বলছি।
শিমলা থেকে মানালি per person ৮০০+(exact মনে নাই) himachol gov. bus name.
hotel ৮০০-২০০০।এর মদ্ধে একটা hotel এর নাম বলছি hotel shivalik. অনেক কম .hotel snow veiw এর opposite a.একদম মল রোড এ। ভাড়া ৮০০ মাত্র।
খাওয়া খরচ per বেলা ৫০০-৬০০
car cost 1500-25০০ গাড়ি ভেদে ভাড়া।
others cost 5000 rs ধরে রাখাই ভালো....
যত কম করা যায় ততই বলছি।
শিমলা থেকে মানালি per person ৮০০+(exact মনে নাই) himachol gov. bus name.
hotel ৮০০-২০০০।এর মদ্ধে একটা hotel এর নাম বলছি hotel shivalik. অনেক কম .hotel snow veiw এর opposite a.একদম মল রোড এ। ভাড়া ৮০০ মাত্র।
খাওয়া খরচ per বেলা ৫০০-৬০০
car cost 1500-25০০ গাড়ি ভেদে ভাড়া।
others cost 5000 rs ধরে রাখাই ভালো....
ফিরবেন যেভাবেঃ
gov. bus stand (একবারে মল রোড এই) থেকে dellhir ticket কাটবেন,চাইলে চন্ডিগড় এ যেতে পারবেন। চন্ডিগড় এ যেতে ৯ ঘন্টা আর dellhi তে ১৪ ঘন্টা।
dellhir ভাড়া ৭০০+ এর বেশি না কিন্তু
😃
dellhi এসে কলকাতার ticket কাটুন।
ব্যস শেষ যাত্রা
😁
নিজে নিজে ঘুরুন। ভুল হলে ক্ষমা করবেন।,কিছু জানার থাকলে comntz করুন।
যত কম করা যায় তার খসড়া দিয়েছি। এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পরুন
😊
HAPPY JOURNEY
gov. bus stand (একবারে মল রোড এই) থেকে dellhir ticket কাটবেন,চাইলে চন্ডিগড় এ যেতে পারবেন। চন্ডিগড় এ যেতে ৯ ঘন্টা আর dellhi তে ১৪ ঘন্টা।
dellhir ভাড়া ৭০০+ এর বেশি না কিন্তু

dellhi এসে কলকাতার ticket কাটুন।
ব্যস শেষ যাত্রা

নিজে নিজে ঘুরুন। ভুল হলে ক্ষমা করবেন।,কিছু জানার থাকলে comntz করুন।
যত কম করা যায় তার খসড়া দিয়েছি। এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পরুন

HAPPY JOURNEY

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন