সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

শিমলা টু মানালি | SHIMLA to MANALI

SHIMLA to MANALI: মানালির সৌন্দ্যযের কথা বলে বোঝানো যাবেনা।নিজ চোখে দেখে উপলদ্ধি করতে হয় শুধু👌মানালি এতই ভালো লেগেছে যে ছিলাম ৯ দিন😁আমরা টানা ৫ দিন snow পেয়েছি😍যতই দেখেছি ততই মুগ্ধ হয়েছি👌
যাই হোক শিমলা থেকে মানালি কিভাবে যাবেন তাই বলছি....
১ম এ OLD SHIMLA BUS STAND থেকে ISBT যাবেন, সময় লাগবে মাত্র ১০-১৫ মিঃ।ভাড়া ৭ রুপি😜
ISBT থেকে সরকারী বাস পাবেন সরাসরি মানালি মল রোড পর্যন্ত।

চেস্টা করবেন মল রোড এ থাকার।অনেক Hotel আছে কম দামে। দালালরা জিজ্ঞেস করলে বলবেন হোটেল বুক করা আছে তাহলে আর বেশি বিরক্ত করবেনা। 
SHIMLA to MANALI

কোথায় ঘুরবেনঃ
১ম দিন: বেশি লোড নিবেন না। পা হেটে ঘুরুন। অনেক ভালো লাগবে।
পা হেটে যা যা দেখবেন তা হল..
#Buddhist_Monestry
#Bon_Bihar_Park
#Tibbetyan_Monestry
#Club_House
#Winter_Carvanel
#Old_Shimla
চাইলে এগুল অটো করেও যেতে পারেন। মল রোড থেকে এগুলো কাছেই। কিছু কিছু লোকেশন ১-২ কিলো দূরত্ব আরকি
পরের দিন car ভাড়া করুন। Car Hire করে যা যা দেখবেনঃ
#Solang_Velly
#Nagar_Castel
#Water_Fall
#kasui
#Mata_Ki_Tempel
#Kullu
#Art_Gallery
কুল্লুতে যাবেন যদি River Rafting করেন তাহলে আর না করলে কুল্লু যাওয়ার কোনো দরকারি নাই😁
River Rafting শীতএ না করাই ভালো। ঠান্ডা পানিতে খালি পা লাগলে জীবন বের হয়ে যায়👿বেটা ইচ্ছা করে ভিজিয়ে দেয়👿মন চাচ্ছিল বেটাকে পানিতে ফেলে দেই👿তারপরও experience হলো আরকি।শখের তোলা আশি টাকা, শখটা শিতকেও হার মানিয়েছে😎
যাই হোক খাবার অখানে ভেজ বেশি। non veg হলো noodles,sher a panjab এসব hotel a non veg পাবেন। রাস্তার পাশে golab jamun,tuna fish fry, pan test করতে ভুলবেন না কিন্তু😜
খরচঃ
যত কম করা যায় ততই বলছি।
শিমলা থেকে মানালি per person ৮০০+(exact মনে নাই) himachol gov. bus name.
hotel ৮০০-২০০০।এর মদ্ধে একটা hotel এর নাম বলছি hotel shivalik. অনেক কম .hotel snow veiw এর opposite a.একদম মল রোড এ। ভাড়া ৮০০ মাত্র।
খাওয়া খরচ per বেলা ৫০০-৬০০
car cost 1500-25০০ গাড়ি ভেদে ভাড়া।
others cost 5000 rs ধরে রাখাই ভালো....

ফিরবেন যেভাবেঃ
gov. bus stand (একবারে মল রোড এই) থেকে dellhir ticket কাটবেন,চাইলে চন্ডিগড় এ যেতে পারবেন। চন্ডিগড় এ যেতে ৯ ঘন্টা আর dellhi তে ১৪ ঘন্টা।
dellhir ভাড়া ৭০০+ এর বেশি না কিন্তু😃
dellhi এসে কলকাতার ticket কাটুন।
ব্যস শেষ যাত্রা😁
নিজে নিজে ঘুরুন। ভুল হলে ক্ষমা করবেন।,কিছু জানার থাকলে comntz করুন।
যত কম করা যায় তার খসড়া দিয়েছি। এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পরুন😊
HAPPY JOURNEY 



শিমলা টু মানালি | SHIMLA to MANALI  by Sabiha Hossain

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Blogger news

Blogroll

About