

আসলেই যেন বর্ণমালারা রোদ পোহায় এই শহীদ মিনারে। শক্ত মেরুদন্ডে ভাষা শহিদের বর্ণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। শহীদ মিনারটির দূর থেকে কিছু বর্ণমালা খুব স্পষ্ট দেখা যায়। কাছে আসলে কুঠুরিতে আরো ছোট ছোট বর্ণের সমাহার।
জাতীয় দিবস উদযাপনসহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান এ শহীদমিনারে অনুষ্ঠিত হয়। সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা বলেন, “শহীদমিনারে আসলে যেন প্রাণ পাই। যে ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে, সে ভাষা সৈনিকদের কথা ভেবে এখানে মাথা নুয়ে আসে। বিভিন্ন অনুষ্ঠানে সারা ক্যাম্পাস মিছিল করে আমরা এখানে ফুল দিতে আসি।” কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “ক্যাম্পাসের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু এই শহিদমিনার। এই বেদীতেই আমরা আয়োজন করি গানের আড্ডা কিংবা কবিতার আসর। ”
ছবি কৃতজ্ঞতা: শুভ, ফাগুন, মিজান, রাব্বী
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন