জেসিকা(২৭), ফ্রান্সের নাগরিক |
সিনিয়র এএসপি রায়হান কাজেমীকে ফোন দিয়ে বলেন speak English?
Yes শোনার পর বললেন তিনি কক্সবাজারে তার পাসপোর্ট ফেলে এসেছেন। কোন হোটেলে ছিলেন তার নাম ও বলতে পারেন না। শুধু বললেন কলাতলি রোড। সিনিয়র এএসপি রায়হান কাজেমী জেসিকাকে আশ্বস্ত করেন তার পাসপোর্ট উদ্ধার করে তাকে জানানো হবে। এরপর তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের চৌকস এএসআই জামাল হোসেনকে এক কনস্টেবল সহ কলাতলির সম্ভাব্য যেসব হোটেলে বিদেশীরা থাকেন এ ধরনের ২০/২৫ টি হোটেলে চেক করার নির্দেশনা প্রদান করেন।১৮ টি হোটেল চেক করার পর হোটেল জিনিয়া রিসোর্টের ৭(সাত) তলার C-7 নাম্বার কক্ষের খাটের নিচ থেকে জেসিকার পাসপোর্টটি উদ্ধার করা হয়।জেসিকাকে ফোনে পাসপোর্টটি কোথায় পাঠাবেন জানতে চাইলে তিনি জানান তিনি নিজেই কক্সবাজারে এসে পাসপোর্টটি গ্রহণ করবেন। আজ দুপুর ১২.৩৫ মিনিটে জেসিকার হাতে তার পাসপোর্টটি তুলে দেওয়া হয়।
ট্যুরিস্ট পুলিশের আন্তরিকতায় মুগ্ধ জেসিকা তার দেশে ভ্রমণের আমন্ত্রণ ও ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।
নিরাপদ ভ্রমণে সবসময় ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন।
নিরাপদ ভ্রমণে সবসময় ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন