বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

ঢাকার আশেপাশে এক দিনের ছোট একটা ট্যুরের জন্যে মাওয়া ফেরী ঘাট হতে পারে আদর্শ জায়গা

মাওয়া
ঢাকার আশেপাশে এক দিনের ছোট একটা ট্যুরের জন্যে মাওয়া ফেরী ঘাট হতে পারে আদর্শ জায়গা। প্ল্যান টা হতে পারে এইরকম। সকালে গুলিস্থান থেকে লোকাল বাস এ করে সরারসরি মাওয়া ঘাটে চলে যান। দুপুরে কোন হোটেলে পছন্দ মতো তাজা ইলিশ মাছ কিনে (অবশ্যই দামাদামি করে নিবেন) তা ভেঁজে পদ্মার পাড়ে বসে খেয়ে নিয়ে কিছুক্ষণ আরাম করে নিন। বিকেলে ১৫০টা জনপ্রতি টিকেট করে লোকাল স্পিডবোটে পদ্মা পাড়ি দিয়ে চলে যান কাওরাকান্দি লঞ্চ ঘাটে। স্পিডবোট থেকেই লাইফ জ্যাকেট দিবে, সাথে করে নেবার দরকার নেই। নিরাপত্তার জন্যে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিবেন। পদ্মার উত্তাল ঢেউয়ে এই স্পিডবোটে ভ্রমণটা বেশ উপভোগ করার মতো। । প্রথম প্রথম কেউ উঠলে ভয় পেতে পারেন। কাওরাকান্দি লঞ্চ ঘাটে একটু সময় ঘুরে সন্ধ্যার আগেই কোন এক ফেরীতে উঠে পড়তে পারেন মাওয়া ঘাটে ফিরে আসার জন্যে। ফেরীর ছাদে বসে পদ্মার রূপ আর জেগে উঠা চরে কাশফুলের সমারোহ সাথে পদ্মায় সূর্যাস্তের দৃশ্য মনে রাখার মতো। সন্ধার পর মাওয়া ঘাটে এসে আবার ফিরতি বাস এ চলে আসেন ঢাকায়।

Credit- Shohan



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Blogger news

Blogroll

About