তিন্দু-রেমাক্রি-১ |
নাফাকুম যাওয়ার পথে চোখে পড়বে এমন সব দারুণ দারুণ দৃশ্য ।
Location: তিন্দু-রেমাক্রি ।
Photo: যোবায়ের শোয়েব
Location: তিন্দু-রেমাক্রি ।
Photo: যোবায়ের শোয়েব
তিন্দু-রেমাক্রি-২ |
যেভাবে যাবেন-
প্রথমে বাসে চড়ে বান্দরবান যাবেন; কল্যানপুর/কলাবাগান/সায়েদাবাদ থেকে বিভিন্ন বাস যায়
বান্দরবান শহরে পৌঁছলে তারপর থানচি যাবেন লোকাল বাস বা চান্দের গাড়িতে করে । তারপর নৌকায় চড়ে তিন্দু, রাজাপাথর, রেমাক্রি ।
প্রথমে বাসে চড়ে বান্দরবান যাবেন; কল্যানপুর/কলাবাগান/সায়েদাবাদ থেকে বিভিন্ন বাস যায়
বান্দরবান শহরে পৌঁছলে তারপর থানচি যাবেন লোকাল বাস বা চান্দের গাড়িতে করে । তারপর নৌকায় চড়ে তিন্দু, রাজাপাথর, রেমাক্রি ।
তিন্দু-রেমাক্রি-৩ |
থানচি থেকে গহীনে যেতে আপনাকে গাইড নিতে হবে, গাইডই আপনাকে সব জায়গা ঘুরে দেখাবে ।
আর হ্যাঁ, এই রুটেই আছে সাতভাইকুম-আমিয়াকুমের মত বেশ কিছু দর্শনীয় জায়গা, ওগুলাও ঘুরে আসবেন সাথে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন