এই শীতে যাঁরা সেন্টমার্টিন যাবেন :-
১. অবশ্যই সাইকেল ভাড়া করে পুরা দ্বীপটি ঘুরে দেখবেন। পুরা দ্বীপটি ঘুরতে এক দেড় ঘন্টার বেশি লাগবেনা। ঘন্টা প্রতি ৫০ টাকা নিবে।
২. যাঁরা বর্শী দিয়ে মাছ ধরতে জানেন। তাঁরা পারলে বর্শী নিয়ে যাবেন। আমরা বর্শী দিয়ে ২ কেজি ওজনের কালা চাঁদা মাছ ধরেছিলাম। পরে এই মাছ "পৌষী " রেস্টুরেন্ট এ রান্না করিয়েছি। তাঁদের মোট ৩০০ টাকা দিয়ে, আমরা ৭ জন লাঞ্চ করেছি। সাথে ভাত, ভর্তা, ভাজি এবং সালাদও ছিল।
অন্য এক মহিলা ছেঁড়া দ্বীপ থেকে ধরলেন প্রায়ই একি ওজনের কোরাল মাছ। মাছ ধরে তিনি বলেন, এটা তেলাপিয়া মাছ। tongue emoticon
অন্য এক মহিলা ছেঁড়া দ্বীপ থেকে ধরলেন প্রায়ই একি ওজনের কোরাল মাছ। মাছ ধরে তিনি বলেন, এটা তেলাপিয়া মাছ। tongue emoticon
৩. অবশ্যই একটা রাত থাকার মত প্রিপারেশন নিয়ে যাবেন। কারণ, সেন্টমার্টিন এর রাতের সৌন্দর্য অসাধারন। পূর্নিমা হলে ডিফারেন্ট ফ্লেবার।
৪. ঠিক সূর্যোদয়ের পরের মুহুর্তটুকুতে দ্বীপের জেটিতে এসে (যেখানে শীপ এসে থামবে) নিচের পানির দিকে তাকাবেন। যা দেখবেন, তা পৃথিবীর আর কোথাও পাবেন না। এমনকিছু দেখবেন, যা সারাজীবন অন্যকে বলতে পারবেন এবং আগে কখনও দেখেন নি। এটা সারপ্রাইজ থাকলো। wink emoticon
৫. অবশ্যই সেন্টমার্টিন এর পরিবেশের সুরক্ষার প্রতি নজর দিবেন। এমণ কিছু করবেন না, যাতে পরিবেশের ক্ষতি হয়।
ধন্যবাদ smile emoticon
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন