চট্টগ্রাম শহরের সিনেমা প্যালেস থেকে টেকনাফ পর্যন্ত বাস আছে। রাত ১২ টা থেকে ২ টা পর্যন্ত গাড়িগুলো চট্টগ্রাম ছেড়ে যায়। ভাড়া ৪০০ টাকা। সকাল ৭ টা'র মধ্যে আপনি টেকনাফ জেটিতে পৌঁছাবেন। এখান থেকেই লঞ্চগুলো সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে লঞ্চের টিকেট আগে করে রাখা ভাল। লঞ্চের টিকেট করবেন স্ট্যান্ডিং। কারণ, সিট থেকে আপনি সমুদ্রের দু'পাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আসা-যাওয়া সহ টিকেট প্রতি পড়বে ৫৫০ টাকা। দু'ঘন্টা লঞ্চ ভ্রমণ শেষে আপনি সেন্টমার্টিন পৌঁছালে, হোটেল ভাড়া ওখানে গিয়েই করতে পারবেন। হোটেল(কর্টেজ) ভাড়াও খুব বেশি না। ডাবল বেডের একরুম ৩০০ এর বেশি কখনও দিবেননা। সেন্টমার্টিনের মানুষগুলোও অনেক ভাল। খাবারের ব্যাপারে বলবেন, আপনি প্যাকেজে খেতে চান। অর্থাৎ, ডাল,ভর্তা, সব্জি,মাছ এবং ভাত। সব মিলিয়ে ৭০- ১২০টাকার এর বেশি দিবেন না প্লেট প্রতি। আর, পুরা সেন্টমার্টিন দ্বীপটি ঘুরতে চাইলে সাইকেল ভাড়া করুন ঘন্টা প্রতি ৫০ টাকা। এক থেকে দেড় ঘন্টায় আপনি পুরো দ্বীপটি চষে বেড়াতে পারবেন। আর, যদি সেন্টমার্টিন থেকে ছেড়াদ্বীপ যেতে চান, তাহলে ঘাটে ট্রলার থেকে পারবেন। যাওয়া-আসা ১০০ টাকার বেশি দিবেন না। যদি এর বেশি খরচ করেন, তাহলে আপনি ঠকেছেন। আপনার ভ্রমণ নিরাপদ হউক।
শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫
যাঁরা এই শীতে সেন্টমার্টিন যাবেন ভাবছেন, কিভাবে কম খরচে যাবেন একটা নির্দেশনা দিই-
লেবেলসমূহ:
Chittagong
লোকেশন:
St. Martin's Island, Bangladesh
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন