পাহাড়, নদী এবং চা বাগানের এক অসাধারণ সমন্বয়
লালাখাল। সিলেট শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দুরত্বে
অবস্থিত এই লালাখালের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে
বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদীগুলোর একটি সারি নদী।
এই নদীর পানি বছরের বেশীরভাগ সময় নীলাভ সবুজ থাকে,
বিশেষ করে শীতকালে সবুজাভ রং বেশী উজ্জ্বল দেখায়। এই নদীর পাড়েই গড়ে উঠেছে Nazimgarh Nature Park। এই
পার্কের অন্যতম আকর্ষন হল আধুনিক তাবুতে রাতি যাপন।
সারিবদ্ধ তাবুগুলোর সামনের বিস্তৃত খোলা মাঠে আয়োজন
করা হয় বারবিকিউ পার্টি, ক্যাম্প ফায়ারিং এবং নানা
ধরনের খেলাধূলা সহ অনেক কিছু। প্রতিটি তাবুতে ২-৩ জন
থাকার জন্য আছে আলাদা বিছানা, আসবাবপত্র এবং পূর্ন নিরাপত্তার ব্যবস্থা। তাবু গ্রাউন্ডের পাশেই বালুময় সৈকত
এবং নিলাভ সবুজ সারি নদীতে ঘুরে বেড়ানোর জন্য কেনু-
কায়াকিং এবং বোট রাইডের ব্যাবস্থা আর পার্কের ভিতরে
আছে এটিভি বাইকে ঘুরার ব্যাবস্থা।
লালাখাল। সিলেট শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দুরত্বে
অবস্থিত এই লালাখালের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে
বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদীগুলোর একটি সারি নদী।
এই নদীর পানি বছরের বেশীরভাগ সময় নীলাভ সবুজ থাকে,
বিশেষ করে শীতকালে সবুজাভ রং বেশী উজ্জ্বল দেখায়। এই নদীর পাড়েই গড়ে উঠেছে Nazimgarh Nature Park। এই
পার্কের অন্যতম আকর্ষন হল আধুনিক তাবুতে রাতি যাপন।
সারিবদ্ধ তাবুগুলোর সামনের বিস্তৃত খোলা মাঠে আয়োজন
করা হয় বারবিকিউ পার্টি, ক্যাম্প ফায়ারিং এবং নানা
ধরনের খেলাধূলা সহ অনেক কিছু। প্রতিটি তাবুতে ২-৩ জন
থাকার জন্য আছে আলাদা বিছানা, আসবাবপত্র এবং পূর্ন নিরাপত্তার ব্যবস্থা। তাবু গ্রাউন্ডের পাশেই বালুময় সৈকত
এবং নিলাভ সবুজ সারি নদীতে ঘুরে বেড়ানোর জন্য কেনু-
কায়াকিং এবং বোট রাইডের ব্যাবস্থা আর পার্কের ভিতরে
আছে এটিভি বাইকে ঘুরার ব্যাবস্থা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন