মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশের দৃষ্টিনন্দন শহীদ মিনারের একটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার


বাংলাদেশের দৃষ্টিনন্দন শহীদ মিনারের একটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। নতুন ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স অনুষদ এবং কৃষি প্রকৌশল কারিগরি অনুষদের মাঝখানে টিলার উপর লেকসাইডের কোল ঘেষে শহিদমিনারটি অবস্থিত। সিলেটে শহর থেকে বিভিন্ন মানুষ অর্ধ সমাপ্ত শহীদ মিনারটি দেখতে সিকৃবি ক্যাম্পাসে আসেন।

লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহকারী প্রফেসর স্থপতি রাজন দাশ শহীদ মিনারটির ডিজাইনার। তিনি এর নাম দিয়েছেন সূর্যালোকে বর্ণমালা। সকালে সূর্যালোকে মিনারটি ছায়াচ্ছন্ন অস্পষ্ট থাকে এবং সূর্যের দিন পরিক্রমায় ক্রমশ সে আলোকিত স্পষ্ট হয়ে উঠবে। এদেশের বীর সন্তানরা এখানে দাঁড়িয়ে আছেন, তাঁরা যদি সূর্য সন্তান হন তবে দিনের প্রদক্ষিনে আলো, আঁধারের এই খেলা যেন সূর্যের সঙ্গে তার সন্তানদের অনির্বচনীয় কথপোকথন। এই মিনারের শিরোনাম তাই
 

Blogger news

Blogroll

About