শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

আমিয়াকুম, যেখানে গেলে পাবেন স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া, মনে হবে যেন এক অন্য পৃথিবীতে আসলাম।

আমিয়াকুম

যেভাবে যাবেন-
প্রথমে বাসে চড়ে বান্দরবান যাবেন; কল্যানপুর/কলাবাগান/সায়েদাবাদ থেকে বিভিন্ন বাস যায়
বান্দরবান শহরে পৌঁছলে তারপর থানচি যাবেন লোকাল বাস বা চান্দের গাড়িতে করে । থানচি থেকে গহীনে যেতে আপনাকে গাইড নিতে হবে, গাইডই আপনাকে সব জায়গা ঘুরে দেখাবে ।

আর হ্যাঁ, এই রুটেই আছে তিন্দু, বড় পাথর, রাজাপাথর, নাফাকুম-সাতভাইকুমের মত বেশ কিছু দর্শনীয় জায়গা, ওগুলাও ঘুরে আসবেন সাথে । অন্তত বাংলাদেশের নায়াগ্রা খ্যাত নাফাকুম জলপ্রপাত যেন মিস না যায় । ৪-৫ দিন সময় হাতে নিয়ে বেরিয়ে পড়ুন বাংলাদেশের স্বর্গের উদ্দেশ্যে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Blogger news

Blogroll

About